আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে পোস্টটি লেখছি সেটি বর্তমানে অনলাইন দুনিয়াতে সবচেয়ে প্রচলিত বিষয় SEO। তো যাই হোক পোস্টটি শুরু করা যাক। আর এটি যেহেতু একটি বর্ণণামূলক পোস্ট তাই আমি নিচে Table of content দিয়ে দিচ্ছি। কারণ এখন SEO সম্পর্কে সবার ই টুকটাক ধারনা থাকে। তাই সে যেন পুরো পোস্টটি পড়ে বিরক্ত না হন তাই মূলত Table of content দেয়া হয়েছে। যাতে করে কেউ তার ইচ্ছে মত টপিক থেকে পড়া শুরু করতে পারে।

Table of contents

what-is-seo-best-seo-bangla-definitive-guide-2022

এসইও কি? (what is seo?)

Search Engine Optimization (SEO) কি সেটা তো আমরা সকলেই জানি। তবুও নিয়মের খাতিরে বলিঃ

এসইও হচ্ছে একটি website অথবা একটি webpage এ সার্চ ইঞ্জিন থেকে আসা traffic এর কোয়ালিটি এবং পরিমান বৃদ্ধি করার প্রক্রিয়া।

সহজ উদাহরণ এর দ্বারা এসইও কে বুঝাতে চাইলে বলা যায়ঃ 

ধরা যাক, আপনি Google অথবা Bing এ SEO লিখে সার্চ দিলেন। এখন আপনি Google developers এর SEO Starter Guide এ প্রবেশ করলেন। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কেন সেই পোস্টটিতে প্রবেশ করলেন। তার পরেও তো কতো পোস্ট আছে যেমনঃ moz.com, searchengineland.com এরও তো SEO বিষয়ক পোস্ট আছে আপনি কেন সেগুলোতে কেন গেলেন না। আপনার উত্তর হবে একটাই যে Google developer এর পোস্টটি সবার উপরে ছিল তাই। তো, moz.com এর developer রা আপনার উত্তরটি শুনার পর তারা কি করবে। তারা চাইবে যেকোন ভাবেই তারা যেন সবার উপরে যেতে পারে। এই যে moz.com এখন যে কাজ শুরু করবে সবার উপরে যাবার জন্য এই কাজটাই হচ্ছে SEO বা Search Engine Optimization। আশা করি এসইও কি তা বুঝাতে পেরেছি।

কেন এসইও করা হয়

বলতে পারেন এইমাত্র এসইও করার কারনটি বললাম তারপরও এই প্যারাটি কেন? আরে ভাই, এসইও করার কারণ শুধু একটা না। এসইও করার হাজার টা কারণ আছে। যেমনঃ

  • আপনি YouTube এ একটি ভিডিও দেখতে যাবেন সেখানেও Content creator রা প্রতিনিয়ত SEO করে আসছে।
  • Local ব্যবসাকেও বৃদ্ধির জন্যে SEO করা হয়ে থাকে। এখন আবার আপনাদের মনে এটা প্রশ্ন হিসেবে আসতে পারে যে Local ব্যবসাকে আবার কিভাবে SEO করা হয়।

আপনারা ভালোভাবে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন, আমি আশা করি এই পোস্টেই আপনি আপনার সব উত্তর পেয়ে যাবেন।

এসইও কত প্রকার ও কি কি

এসইও  কে অনেকভাবে ভাগ করা হয়। যেমনঃ

  • অর্গানিক এসইও এবং পেইড এসইও
  • হোয়াইট হ্যাট, ব্ল্যাকহ্যাট, গ্রেহ্যাট এসইও
  • অনপেজ এসইও এবং অফপেজ এসইও

 এসইও এর প্রকারভেদ এর বিস্তার বিশাল হলেও SEO কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। সেগুলো হলোঃ

  1. অর্গানিক এসইও (organic seo)
  2. পেইড এসইও (paid seo)

নাম শুনেই হয়ত এই দুইটি প্রকারভেদ এর ব্যাখ্যা বুঝতে পেরেছেন।

অর্গানিক এসইও এবং পেইড এসইও কি

অর্গানিক এসইও (Organic seo)

হ্যাঁ আপনি সঠিক। অর্গানিক এসইও একদমই ফ্রি। সার্চ ইঞ্জিন গুলোতে অর্গানিক এসইও এর পরিমানই সবচেয়ে বেশি। বুঝতেই পারছেন, পৃথিবীর সকলেই চায় ফ্রিতে যদি আমার website বা webpage টি rank এ সবার উপরে যেতে পারে তবে শুধু শুধু টাকা খরচ করে পেইড করার কি দরকার। কিন্তু না ভাই, আপনি যতই ভালো অর্গানিক এসইও করেন না কেন, টাকার জন্য Google নিজের webpage কেও rank দুই নম্বর এ আনতে পারে। তাহলে ভাবেন আপনি কি জিনিস। Google আপনাকেও rank এ নিচে নামিয়ে আনতে পারে।

আপনি হয়তো এটা ভাবতে পারেন যে ভাই পেইড এসইও তে যদি Rank এ সবার উপরে যাওয়া যায়, তাহলে অর্গানিক এসইও করে লাভ কি? 

আচ্ছা, আপনাকে আরেকটি উদাহরণ দেই। ধরুন আপনি You Tube এ Dilbar Dilbar Song লিখে সার্চ দিলেন। এরপর পছন্দমতো একটি ভিডিও চালু করলেন। কিন্তু সেখানে একটা 30 সেকেন্ডের Ad এলো পাশে আসল skip ad in 5 সেকেন্ড। আপনি তখন কি করবেন হয় সে 5 সেকেন্ড অপেক্ষা করবেন না হয় তার আগেই skip ad বাটনে 10 বার ক্লিক করে ফেলবেন। অর্থাৎ আপনি Ad দেখতে নারাজ। ঠিক তেমনি Seach Engine গুলোতে কোনো গ্রাহকই পেইড এসইও এর website বা webpage গুলোকে খুব একটা বেশি পছন্দ করে না। সবাই প্রয়োজন এ একটু নিচে গিয়ে অর্গানিক এসইও এর website গুলোকে দেখে।

 ও ভালো কথা আপনাদেরকে rank এর বিষয়টি পরিষ্কার করা হয় নি। ধরুন আপনি আর আপনার কয়েকজন বন্ধু একটি দৌড় প্রতিযোগিতা করলেন। সেখানে আপনার একজন বন্ধু প্রথম হলো আর আপনি দ্বিতীয় হলেন। তাহলে এখানে Rank এর বিষয় বিবেচনা করলে আপনার বন্ধুর Rank 1 এবং আপনার Rank 2।

আশা করি আপনাদের কে অর্গানিক এসইও বুঝাতে পেরেছি।

পেইড এসইও (Paid seo)

আচ্ছা, আমিতো আগেই আপনাদের কে পেইড এসইও সম্পর্কে হালকা ধারণা দিয়েছি। তারপরও আবার একটু বিস্তারিত ভাবে বলি। পেইড এসইও হলো এসইও এর এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি অন্য কাউকে টাকা দিয়ে Ad হিসেবে আপনার site কে rank এ সবার উপরে এনেছেন। এখানে কথা আছে আমি কিন্তু বলেছি Ad হিসেবে, কারণ আমরা অনেকেই আছি যারা টাকা দিয়ে অন্যের মাধ্যমে manually এসইও করাই। সেক্ষেত্রে এটা কিন্তু কোনো পেইড এসইও নয়।

আশা করি, আপনাদের কাছে অর্গানিক ও পেইড এসইও এর বিষয়টি পরিষ্কার করতে পেরেছি।

হোয়াইট হ্যাট, ব্ল্যাকহ্যাট, গ্রেহ্যাট এসইও কি

হোয়াইট হ্যাট এসইও (White hat seo)

হোয়াইট হ্যাট এসইও বিষয়টি একটু জটিল। কারণ এই এসইও টি মূলত করা হয় সম্পূর্ণভাবে সার্চ ইঞ্জিন এর নিয়মনীতি মেনে। মানে সহজ কথায় সৎভাবে করা এসইও। আমরা এই site এ যত পোস্ট লেখব সবই হবে হোয়াইট হ্যাট এসইও উপর। কারণ হোয়াইট হ্যাট এসইও তে কোনো সাইট rank করা কষ্টসাধ্য, কিন্তু এই প্রক্রিয়ায় এসইও করলে আপনার সাইট নিরাপদ থাকবে। বিপরীতে আপনি যদি ব্ল্যাকহ্যাট অথবা গ্রেহ্যাট এসইও প্রক্রিয়ায় আপনার সাইট rank করান তবে আপনি সার্চ ইঞ্জিন থেকে পেনাল্টি খেতে পারেন।

আবার আরেকটি প্রশ্ন হতে পারে যে পেনাল্টি কি?

ধরুন আপনি Google এর নিয়মনীতি মেনে Google এর মাধ্যমে একটি সাইট খুলেছেন, কিন্তু আপনি আপনার সাইট এর মাধ্যমে এমন কোনো কাজ করেছেন যা Google এর নিয়মনীতি ভঙ্গ করে। সেক্ষেত্রে Google আপনার সাইটকে যে শাস্তি দেবে তাই হচ্ছে Google থেকে দেয়া আপনার সাইটের উপর একটি পেনাল্টি। আপনি যদি একবার কোনোভাবে পেনাল্টি পান, তাহলে আপনার সাইট আর কখনো Google rank হবে না।

ব্ল্যাকহ্যাট এসইও (Black hat seo)

ব্ল্যাকহ্যাট এসইও হলো হোয়াইট হ্যাট এসইও এর পুরো উল্টা। মানে এই এসইও প্রক্রিয়া দ্বারা আপনি আপনার সাইট কে Google এর নিয়মনীতি না মেনে এসইও করাতে পারবেন। তবে, এক্ষেত্রে আপনি খুব সহজে Google বা সার্চ ইঞ্জিন গুলোতে Rank পাবেন। 

এখন আপনার প্রশ্ন হতে পারে ব্ল্যাকহ্যাট এসইও এত সহজ সবাই কেন হোয়াইট হ্যাট এসইও এর পিছে ঘুরে?

আরে ভাই, তারও কারণ আছে। আপনি ব্ল্যাকহ্যাট এসইও করলে আপনি বড়জোর দুই থেকে তিন মাস নিরাপদ থাকবেন। তারপর এমন পেনাল্টি খাবেন যে আর আপনার সাইট কে Rank করাতে পারবেন না। তো, এখন আপনিই বলেন আপনি কি একটি সাইট মাত্র তিন মাস রাখতে চাইবেন? রাখতে চাইলে আপনি ব্ল্যাকহ্যাট এসইও করতে পারেন।  

গ্রেহ্যাট এসইও (Gray hat seo)

হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাকহ্যাট এসইও প্রক্রিয়া মিলে যে এসইও প্রক্রিয়া গঠিত হয় তাকে গ্রেহ্যাট এসইও বলে। আরেকটু বিস্তারিতভাবে বললেঃ

ধরুন আপনি আপনার সাইটে এসইও করতে চাচ্ছেন যেহেতু আপনার সাইট টি নতুন তাই আপনি দ্রুত ranking এর জন্য হোয়াইট হ্যাট এর পাশাপাশি ব্ল্যাক হ্যাট এসইও করেছেন। তাহলে মূলত যে এসইও হবে তাই হলো গ্রেহ্যাট এসইও।

আশা করি, আপনাদের কে হোয়াইট হ্যাট, ব্ল্যাকহ্যাট, গ্রেহ্যাট এসইও কি তা বুঝাতে পেরেছি।

অনপেজ এসইও এবং অফপেজ এসইও কি

অনপেজ এসইও (On-page seo)

অন পেজ এসইও মূলত হোয়াইট হ্যাট এসইও এর একটি প্রকারভেদ। অনপেজ এসইও মানে আপনি আপনার সাইটে এসইও করার জন্য আপনার website অথবা webpage এ যেসব অপ্টিমাইজেশন গুলো করবেন তা। আরেকটু গুছিয়ে অনপেজ এসইও এর কথা বললে 

ধরুন আপনি আপনার সাইটে এসইও করবেন, সেক্ষেত্রে আপনি যখন এসইও অপ্টিমাইজেশন এর কাজগুলো আপনার সাইট থেকে করবেন তখন তাকে বলা হবে অনপেজ এসইও।

অফপেজ এসইও (Off-page seo)

অফপেজ এসইও আবার অনপেজ এসইও এর পুরো উল্টো। এক্ষেত্রে আপনি আপনার সাইটে এসইও করার জন্য আপনার ওয়েবসাইটের বাইরে থেকে যে অপ্টিমাইজেশন গুলো করবেন তাই অফপেজ এসইও।

গ্লোবাল এবং লোকাল এসইও কি

গ্লোবাল এসইও (Global seo)

গ্লোবাল এসইও হল বিশ্বজুড়ে একাধিক অবস্থান এবং দর্শকদের জন্য আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু অপ্টিমাইজ করার পদ্ধতি।

 এটির জন্য আপনার এসইও অপ্টিমাইজেশনের সাথে এই মুহূর্তে খুব বেশি জটিল কিছু করার প্রয়োজন নেই। তবে গ্লোবাল এসইও এর ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে তা হলো আপনাকে এমন বিষয়বস্তু প্রকাশ করতে হবে যা আপনার টার্গেট করা পাঠকদের কথা বলে, বিভিন্ন ভাষায় কাজ করবে এবং আপনার টার্গেট করা পাঠকদের জনপ্রিয় সার্চ ইঞ্জিন এ অবস্থান করবে।

লোকাল এসইও (local seo)

আপনাদের হয়ত মনে আছে আমি উপরে বলেছিলাম লোকাল ব্যবসার জন্যও এসইও করা হয়। লোকাল এসইও হল স্থানীয় অনুসন্ধান থেকে ট্রাফিক, লিড এবং ব্র্যান্ড সচেতনতা বাড়ানোর জন্য একটি website বা webpage কে অপ্টিমাইজ করার পদ্ধতি। লোকাল এসইও-এর সাথে যুক্ত সাধারণ কাজগুলির মধ্যে রয়েছে স্থানীয় কীওয়ার্ড খোঁজা, একটি লোকাল ব্যবসার Google my business প্রোফাইল অপ্টিমাইজ করা এবং "ন্যাপ" তৈরি করা।

যেমনঃ ধরুন আপনি ঢাকার মহাখালীতে একটা খাবার হোটেল দিয়েছেন। এখন আপনি চাচ্ছেন মহাখালীর সকল মানুষ যেন আপনার হোটেলেই যায়। সেক্ষেত্রে একজন ব্যবসায়ী হিসেবে আপনি কি করবেন। আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে যে আজকাল মানুষ Google, Bing এর মতো সার্চ ইঞ্জিন ছাড়া চলতেই পারে না। একজন মহিলা পার্লার এ যেতে গেলেও Google একবার না একবার best parlor near me লিখে সার্চ দিবেন। ঠিক তেমনি আপনি যদি আপনার সেই হোটেলটার বর্ননা Google এ দিয়ে রাখেন, আর সেটা যদি google এ rank করে, তবে মহাখালী থেকে যতজন hotel near me লিখে সার্চ দিবে তখনই আপনার হোটেলটির বর্ননা তাদের সামনে সবার উপরে আসবে।

মূলত, সবাই চায় তার ব্যবসা বড় করতে, আর বর্তমান ইন্টারনেট এর সময়ে লোকাল এসইও সেই জায়গাটাতে সবচেয়ে বড় সার্পোটটা দেয়। 

আচ্ছা আপনাদের হয়ত আরেকটি প্রশ্ন আছে যে Google my business কি?

উপরে আমি লোকাল ব্যবসা বিষয়ক যে উদাহরণটি দিয়েছি, সেখানে আমি বলেছি যে Google এ আপনার ব্যবসার বর্ননা দিতে হবে। এখন আপনি যেই পদ্ধতিতে আপনার লোকাল ব্যবসাটি Google এ জমা দিবেন, সেই পদ্ধতি টাই হচ্ছে Google my business। 

কেন এসইও শিখবেন

serenadotryan.com এর মতে যেকেউ এসইও শেখার 10 টি কারণ আছে। সেগুলো হলোঃ

  1. অনলাইনে নিজেকে খুঁজে পেতে আপনি এসইও শিখুন
  2. আপনার প্রতিযোগিদের হারিয়ে সবার উপরে Rank করার জন্য এসইও শিখুন থেকে
  3. টাকা বাচানোর জন্য এসইও শিখুন
  4. অনলাইনে টাকা ইনকামের জন্য এসইও শিখুন
  5. আপনার অনলাইন উপস্থিতি কে আরো দৃঢ় করার জন্য এসইও শিখুন
  6. নিজেকে মূল্যবান করে তুলতে এসইও শিখুন।
  7. সাহসের সাথে অনলাইন ব্যবসার ক্ষেত্রে আসা বাধাগুলোকে মোকাবিলা করার জন্য এসইও শিখুন
  8. নিজের দক্ষতা বাড়াতে এসইও শিখুন
  9. এসইও কে গ্রোথ টুল হিসেবে ব্যবহার করুন
  10. এসইও ইন্ডাস্ট্রিতে লিডার হন এসইও শিখে

এসইও কেন গুরুত্বপূর্ণ

searchenginejournal.com এর মতে এসইও গুরুত্বপূর্ণ হওয়ার 15 টি কারণ রয়েছে। সেগুলো হচ্ছেঃ

  • একটি সাইটের ট্রাফিক এর একটা বড় অংশই আসে search engine থেকে। আর একমাত্র এসইও ই পারে আপনাকে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর এনে দিতে।
  • ভিজিটর দের কাছে থেকে এসইও আপনার সাইটে বিশ্বাসযোগ্যতা এনে দিতে পারে।
  • এসইও ই হলো আপনার ভিজিটরের ইচ্ছা বুঝার অন্যতম উপায়। এখন বলতে পারেন কিভাবে? এইযে দেখেন আমি আমার এই পোস্টের মাধ্যমে কত প্রশ্নের উত্তর দিয়েছি। আপনারা কি বলতে পারেন আমি এই প্রশ্ন গুলো কোথা থেকে পেয়েছি? আমি এগুলো পেয়েছি কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে। এটিও এসইও এর একটি অধ্যায়।
  • ভালো এসইও মানে আরও ভালো ও বেশি পরিমান ভিজিটরের অভিজ্ঞতা।
  • লোকাল এসইও মানে আরও বেশি জ্ঞান, আরও বেশি ট্রাফিক এবং আরো বেশি ইনকাম।
  • এসইও ক্রয়-বিক্রয় চক্রকে প্রভাবিত করে। কখনো আপনার ইনকাম বাড়ায় আবার কখনো কমায়। বলতে পারেন কিভাবে? আচ্ছা, আপনি যখন হোয়াইট হ্যাট এসইও করবেন তখন আপনার সাইট এর Rank বাড়বে। আপনি বেশি ট্রাফিক পাবেন, আর বেশি ট্রাফিক মানে বেশি ইনকাম। আর আপনি যদি ব্ল্যাকহ্যাট এসইও করেন তখন আপনি সার্চ ইঞ্জিন থেকে পেনাল্টি পাবেন আর আপনার ইনকাম কমতে থাকবে।
  • এসইও ক্রমাগত আপনার সাইটের উন্নতি করে এবং সর্বোত্তম অনুশীলনগুলি সর্বদা আপডেট করে।
  • এসইও আপনাকে ওয়েবের পরিবেশ বুঝতে সাহায্য করে।
  • এসইও একটি দীর্ঘমেয়াদী কৌশল।
  • এসইও আপনার লেখালেখির জ্ঞানকে বৃদ্ধি করে তোলে। 
আমি এখানে দশটি গুরুত্ব উল্লেখ করলাম, আপনি চাইলে পুরো পোস্টটা দেখতে পারেন। উপরে আমি লিংক দিয়ে রেখেছি। 

কোথায় এসইও শিখবেন

ফদ্গদসগ আপনি হয়ত মোটামুটি এসইও শেখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবার আপনার পরবর্তী পদক্ষেপ হবে একজন এসইও এক্সপার্ট খোঁজা। আচ্ছা, আমি সে জায়গাতেও একটি লেকচার দেই। আপনি যদি টাকা দিয়ে এসইও শিখতে পারেন, তবে আপনার জন্য আমার মতে সবচেয়ে ভালো হবে IT bari এর এসইও টিওটোরিয়াল। চাইলে গিয়ে দেখে নিতে পারেন।

what-is-seo-seo-suggestion-provider-it-bari-free-course

আর যদি আপনি ফ্রিতে এসইও শিখতে চান তাহলে YouTube এ অনেক কোর্স আপনি পাবেন। সেগুলো করতে পারেন।

তবে, আমরা আপনাদের জন্য ফ্রি এসইও কোর্স (Free SEO Course in Bangla) তৈরি করছি। খুব শীঘ্রই সেটি পাবলিশ করা হবে। আমরা ঠিক কোনো ভিডিও টিওটোরিয়াল দিব না। বরং এভাবে কিছু পোস্টের মাধ্যমে কোর্সটি আমরা complete করব। তাই যারা আমাদের ফ্রি কোর্স টি করতে চান তারা চাইলে করতে পারেন।

আমাদের এসইও কোর্সটিতে আপনি কি কি পাবেনঃ

  1. এসইও কি (What is SEO)
  2. SERP কি (What is SERP)
  3. সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে (How Search Engine Works)
  4. র‍্যাংকিং ফ্যাক্টরস (Ranking Factors)
  5. কিওয়ার্ড রিসার্চ (Keyword Research)
  6. টপিক নিশ কি (What is Topic-Niche)
  7. টপিক নিশ বের করার উপায় (Finding a Topic-Niche)
  8. কিওয়ার্ড কি (What is Keyword)
  9. কিওয়ার্ড এর প্রকারভেদ (Types of Keywords)
  10. কিওয়ার্ড রিসার্চ কি (What is Keyword Research)
  11. কিওয়ার্ড রিসার্চ করার যাবতীয় খুঁটিনাটি (Practical Keyword Research)
  12. কন্টেন্ট রাইটিং কি (What is Content Writing)
  13. কন্টেন্ট রাইটিং টিপস (Content Writing Tips)
  14.  অনপেজ এসইও অপ্টিমাইজেশন কি (What is On-Page SEO Optimization)
  15. অনপেজ এসইও করার সকল ধাপ (All Steps in On-Page SEO)
  16. কন্টেন্ট অপ্টিমাইজেশন কি (What is Content Optimization)
  17. কন্টেন্ট অপ্টিমাইজ কিভাবে করব (How to do Content Optimize)
  18. গুগল সার্চ কনসোল কি (What is Google Search Console)
  19. গুগল সার্চ কনসোল এ সাইট ভেরিফাই করার উপায় (How to Verify Site in Google Search Console)
  20. গুগল সার্চ কনসোল এ সাইটম্যাপ জমা দেওয়ার উপায় (How to Submit a Sitemap to Google Search Console)

    আপাতত এই কয়েকটি টপিক আগে clear করব। তারপর এসইও এর Advaned বিষয় নিয়ে কিছু পোস্ট লিখব।